১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল কর্মসূচি দেয় বিএনপি। একইদিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ওইদিন কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
সূত্র বলছে, সংঘাত এড়াতে বিএনপি ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ঘোষিত এই কর্মসূচি ২৪ ডিসেম্বরের আগে বা পরে করার সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতিনির্ধারকরা।
দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘আওয়ামী লীগের কাউন্সিল সম্পর্কে আমরা অবগত ছিলাম না। আওয়ামী লীগের অনুরোধে আমরা মিছিলের তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছি। সমমনা রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে কর্মসূচির নতুন দিন নির্ধারণ করা হবে। ’
এর আগে মঙ্গলবার বিকালে দলীয় এক কর্মসূচিতে বিএনপিকে ২৪ ডিসেম্বরের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রীর আহ্বানের কয়েক ঘণ্টার মধ্যেই ২৪ ডিসেম্বরের কর্মসূচি থেকে সরে আসে বিএনপি।