হাটহাজারীতে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে অভিযান

মহাসড়কে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে হাটহাজারী উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকায় পরিচালিত অভিযানে যানজট সৃষ্টিকারী বিভিন্ন যানবাহন মালিককে জরিমানা করা হয়েছে।

অভিযানটি দুপুর ১টায় শুরু হয়ে বেলা ৩টায় শেষ হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ ও দণ্ডবিধি ১৮৬০ এর বিভিন্ন ধারায় পাঁচটি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন হাটহাজারী মডেল থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডর মেম্বাররা।

উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম বলেন, মহাসড়কে যানজট, দুর্ঘটনা ও অপঘাতে মৃত্যু হ্রাস করতে পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। এর প্রেক্ষিতে হাটহাজারীতে মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট সৃষ্টিকারী যানবাহন ও স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করা হয়। তারপরও সরিয়ে না নেওয়ায় এ অভিযান পরিচালনা করা হলো। এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।