বিলম্বে অর্থ প্রদানের শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৩ নভেম্বর) সকালে সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের কাছে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
প্রেস সচিব জানান, বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা সংকট নিরসনে সৌদি আরবের সহায়তাও চেয়েছেন প্রধানমন্ত্রী।
সৌদি উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সৌদি আরবে পাসপোর্ট নবায়নের প্রয়োজনের বিষয়টি উত্থাপন করেন এবং সমস্যাটি সমাধানের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং সংশ্লিষ্টদের এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
উভয়পক্ষ শ্রমিক সমস্যা সমাধান এবং কিংডম অব সৌদি আরব (কেএসএ) থেকে কম দামে এলএনজি আমদানি নিয়েও আলোচনা করেন।
শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন সৌদি উপমন্ত্রী।
ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপো-২০৩০ এর আয়োজনে সৌদি আরবকে বহুপাক্ষিক সহায়তা দেওয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।