সিরিয়ায় আইএসের হামলায় ৫৩ জন নিহত

সিরিয়ায় আইএসের হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় প্রদেশ হোমসে এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানায়,  সিরিয়ার মধ্যাঞ্চলীয় প্রদেশ হোমসে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।  দেশটির এ গণমাধ্যম হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে।  অবশ্য হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ এখনো দায় স্বীকার করেনি।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা আরো জানায়,  নিহত ওই ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল (মাটির নিচে জন্মায় এবং রান্নার কাজে ব্যবহৃত হয় এমন ছত্রাক বা ছাতা) সংগ্রহ করার সময় তাদের ওপর হামলা চালানো হয়।  যদিও হোমস প্রদেশ সিরীয় সরকার ও তার মিত্রদের নিয়ন্ত্রিত অঞ্চল বলে পরিচিত।

হামলায় নিহতদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেয়া হয়েছে।  হাসপাতালে নেয়া নিহতদের মাথায় গুলির ক্ষত রয়েছে।  এছাড়া বেঁচে যাওয়া একজন সানাকে জানিয়েছেন, তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে আইএস।  পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডির বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরও জানায়,  নিহতদের ৪৬ জন বেসামরিক নাগরিক ও সাতজন সেনা সদস্য।