সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী মালিকদের সভা অনুষ্ঠিত 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির সকল (জেট এ-১) পরিবহনকৃত ট্যাংকলরী মালিকদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জে ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় ৯ হাজার লিটার এর পরিবর্তে ২০ হাজার লিটার তেল পরিবহন সংক্রান্ত এবং  জামানত বাবদ এককালীন পাঁচ লক্ষ টাকা জমা প্রদান সংক্রান্ত বিষয়সহ  মালিক শ্রমিকদের বিভিন্ন ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ট্যাংকলরী মালিকরা তাদের বক্তব্যে বলেন, বিমান চলাচলে অতিপ্রয়োজনীয় জ্বালানি জেট এ-১ তেল পরিবহনকে বাধাগ্রস্থ করার জন্য একটি চক্র নানাভাবে বিশৃঙ্খলার পায়তারা করে যাচ্ছে। তারা সাধারণ ট্যাংকলরী মালিকদের বেকার করার এজেন্ডা নিয়ে নেমেছে। তাদের এই উদ্দেশ্য কোনভাবেই সফল হবে না।সাধারণ ট্যাংকলরী মালিকদের পক্ষে জামানত বাবদ পাঁচ লক্ষ টাকা দেয়া কোনভাবেই সম্ভব না। একজন সাধারণ ট্যাংকলরী মালিকের পক্ষে এ মুহূর্তে ৪৫ থেকে ৫০ লাখ টাকা খরচ করে ২০ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাংকলরী ক্রয় করা সকলের পক্ষে সম্ভব না। তাই এসব সিদ্ধান্ত গ্রহণের আগে আলাপ আলোচনার বিষয়ে তাগিদ দেন ট্যাংকলরী মালিক নেতৃবৃন্দ।  ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো: শেখ দেলোয়ার হোসেনের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় ট্যাংকলরী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: শরিফুজ্জামান, মো: মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: নাসিরুল ইসলাম, সদস্য ইয়ার হোসেন ভূঁইয়া, ট্যাংকলরী মালিক সমিতির গোদনাইল পদ্মা ডিপো শাখার সভাপতি আবুল হোসেন মেম্বার, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ  ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদ হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল পদ্মা ডিপো শাখার সাবেক সাধারণ সম্পাদক হাজী ফারুক হোসেন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের মালিক সমিতির কোষাধ্যক্ষ মো: সাইফুদ্দিন,  ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন পদ্মা ডিপো ইউনিটের অন্তর্ভুক্ত কমিউনিটি পুলিশের সভাপতি রাকিব ভূঁইয়া সহ অন্যান্য প্রমুখ নেতৃবৃন্দ।