সিজেকেএস প্রথম বিভাগ ক্রিকেটে নিমতলার জয়

সিজেকেএস-কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় পেয়েছে নিমতলা লায়ন্স ক্লাব। শনিবারের (১১ মার্চ) খেলায় তারা শতদল ক্লাবকে ৬ উইকেটে হারিয়েছে।

সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রথমে ব্যাট করে শতদল ক্লাব ৩০.১ ওভারে ৭৬ রানে আউট হয়। দলের ফজলে ডায়ান সর্ব্বোচ ১৭, রিয়াদ ১৩, আসিফ মিয়া ১১ ও সাকিব হোসেন ১০ রান করেন। অতিরিক্ত খাতে ১০ রান যোগ হয়। নিমতলা লাযন্স ক্লাবের দুই সফল বোলার ইউনুস ১৪ ও রবিউল ৩৬ রানে ৪টি করে উইকেট দখল করেন। এছাড়া সাদেক ৪ ও আসিফ ১৬ রানে ১টি করে উইকেট নেন।

জবাবে নিমতলা লায়ন্স ক্লাব ১২.১ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজ জয় (৭৬) নিশ্চিত করে। দলের হয়ে সাদ্দাম ২৭, আাসিফ ১৬ ও রাজিবের ১২ রানের উপর ভর করে সহজ জয়ের পথ সুগম করে। শতদলের নয়ন ২১ রানে ২ টি ও হৃদয় ৬ রানে ১ উইকেট লাভ করেন।