চট্টগ্রামের বাকলিয়ায় সিগারেট নিয়ে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ ইউছুফ (৭৫) নামে এক নিরাপত্তা কর্মিকে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তফা সোহাগ (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম বলেন, বউ বাজারে রোববার দিবাগত রাতে ডিউটি করছিলেন ইউসুফ। ভোর রাত সাড়ে ৪টার দিকে অভিযুক্ত মোস্তফা গার্ড ইউসুফের কাছে একটি সিগারেট চায়। অন্য লোকের কাছ থেকে একটা সিগারেট এনে দেয় ইউসুফ।
তিনি বলেন, কিছুক্ষণ পর দ্বিতীয়বার আবার তিনি সিগারেট খুঁজেন। কিন্তু দ্বিতীয়বার সিগারেট না পেয়ে মোস্তফা ইউসুফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে পাশে থাকা একটি ইট দিয়ে ইউসুফের মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে মোস্তফা। এতে ঘটনাস্থলেই মারা যান ইউসুফ। ঘটনার পরপরই স্থানীয়রা অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার বিরুদ্ধে ইউসুফের ছেলে বাদী হয়ে মামলা করছে।