সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ- জামান।
সোমবার (২৪ জুন) বেলা ১২ টায় গাড়িবহর নিয়ে সাভার স্মৃতিসৌধে আসেন নতুন সেনাপ্রধান।
স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। বেলা ১২ টা ১০ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।
এসময় সাভার সেনানিবাসের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।