সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো সলোমন দ্বীপপুঞ্জ

ইন্দোনেশিয়ার পর শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো প্রশান্ত মহাসাগরীয় দীপরাষ্ট্র সলোমন দীপপুঞ্জ।  অন্ততঃ ২০ সেকেন্ডের ওই ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির রাজধানী হনিয়ারা।

এ ভূমিকম্পের মাত্রা ছিল সাত।  ভূমিকম্পের পর এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১টার পর ম্যালাঙ্গোর ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

আল জাজিরা জানায়, আধঘণ্টার মধ্যে দুটি ভূকম্পন অনুভূত হয়।  প্রথম ভূমিকম্পের প্রায় আধঘণ্টা পর উপকূল থেকে ৩১ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়।

প্রথম ভূমিকম্পের পরপরই দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নেয়ার আহ্ববান জানানো হয়।

এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে হনিয়ারার বেশ কয়েকটি এলাকা। ভেঙে পড়ে বেশ কয়েকটি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয় একাধিক গাড়ি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে।

ভূমিকম্পের মূল কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে সলোমন দীপপুঞ্জে ভূমিকম্পের পর পাপুয়া নিউগিনি ও ভানুয়াতুতে ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার সুনামি সতর্কতা জারি করা হয়।