শ্রীপুরে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা নিল সিভিল সার্জন, ডাক্তার দাবীকারী ফার্মাসিস্ট নাজমুল বদলী

গাজীপুর শ্রীপুর উপজেলা রাজেন্দ্রপুর স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ফার্মাসিস্টের বিরুদ্ধে ২৪ নভেম্বর ২০২৪ দৈনিক দেশ বর্তমানসহ বিভিন্ন সংবাদপত্রে “ডাক্তার না হয়েও চিকিৎসা করেন নাজমুল” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই অনিয়মের সংবাদ প্রকাশের পর তদন্ত করে সত্যতা পেয়ে দীর্ঘ দিন পর ব্যবস্থা নিল জেলা সিভিল সার্জন।

অনিয়ম ও অবৈধপন্থায় নাজমুল তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল দীর্ঘ দিন ধরে। অনিয়মে জর্জরিত থাকা সত্ত্বেও নাজমুলের মদদদাতা স্বাস্থ্য বিভাগের একটি কুচক্রীমহল। যার কারণে অনিয়ম জেনেও নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, শারিরীক অসুস্থতার কারণে তাকে সুযোগ দেয়া হয়েছিল, তাই রোগী দেখতে পারবেনা এই নিষেধাজ্ঞা আসে ৩০শে ডিসেম্বর। তারপর সে সিভিল সার্জনের নির্দেশ উপেক্ষা করে চুপিসারে পুনরায় রোগী দেখতে শুরু করে। এবিষয়ে অভিযুক্ত নাজমুলের কাছে সংবাদ প্রকাশের জন্য বক্তব্য চাইলে, বিষয়টি জটিল হিসেবে দেখছেন না ফার্মাসিস নাজমুল হোসেন। তিনি বলেন সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয় কিছু হলুদ সাংবাদিক আমার সাপোর্টে আছে তাই পুনরায় রোগী দেখতে বসেছি।

গত নভেম্বর ২৪ তারিখে দৈনিক দেশ বর্তমান পত্রিকায় বিস্তারিত সহকারে কয়েকটি পত্রিকায় তার অসাধু কাজের গোপনীয়তা প্রকাশিত হয়। পুনরায় একই অপরাধের বক্তব্যের জন্য ডাক্তার দাবীকারী ফার্মাসিস নাজমুলকে ক্ষুদে বার্তা পাঠানোর পর সে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করে আর বলেন টাকা হলে এসব সাংবাদিক কিনা যায়। ইতিপূর্বে দেখা গিয়েছে কিছু সাংবাদিক কার্ড তার পিছনে ঘুরতেও। স্থানীয় কিছু সংখ্যক সচেতন ব্যক্তিদের তিনি বলেন সিভিল সার্জন ও উপজেলা প্রশাসন ম্যানেজ করছি। সাংবাদিকের প্রকাশিত সংবাদ আমার কিছুই হবেনা।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রণয় বাবু বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সকল দায়িত্ব সিভিল সার্জনের।

অবশেষে,জেলা সিভিল সার্জনকে ফার্মাসিস্ট নাজমুলের বিষয়টা ২৪ নভেম্বরের দৈনিক দেশবর্তমান অনলাইন পোর্টালেসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর এবিষয়টি সার্জনের নজরে আসে এবং তদন্ত কার্যক্রম চলমান রেখে অনিয়মের রিপোর্টের জন্য তাকে সিভিল সার্জনের কার্যালয়ে ডাকা হয় ও সম্পূর্ণরূপে রোগী দেখতে নিষেধ করেন। নাজমুল বিষয়টি কর্ণপাত করেননি।

অবশেষে পুনরায় সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমানের ভিত্তিতে ৩ জানুয়ারিতে অবৈধ ভাবে রোগী দেখার প্রমানসহকারে অভিযোগ করলে, ৫ জানুয়ারি নাজমুলকে সিভিল সার্জন রাজেন্দ্রপুর সরকারি হাসপাতাল থেকে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন।