গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেলস্টেশনে মহুয়া কমিউটার ট্রেনের জেনারেটর বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৩ এপ্রিল সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত অবস্থায় ট্রেনের জেনারেটর বগি থেকে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা যায়। পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনটি দ্রুত থামানো হয় এবং রেলওয়ে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ঢাকা-ময়মনসিংহ রেল রুটের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘জয়দেবপুর জংশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও আগুন লাগার পর সাতখামাইর এলাকায় সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ঢাকা থেকে ময়মনসিংহগামী ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।’ শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ‘ফায়ার ফাইটার বেলাল আহমেদের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’ তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া, এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, তা আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর নিশ্চিত করা যাবে।