শেখ হাসিনার জনসভা: উৎসবের নগরী চট্টগ্রাম, ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে ৪ ডিসেম্বর আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ উপলক্ষে পুরো চট্টগ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।  দিনরাত উৎসবমুখর প্রচারণায় মুখর নগরী।  জোরেশোরে চলছে মঞ্চ নির্মাণের কাজ।  নগরীর পলোগ্রাউন্ড মাঠে নৌকার আদলে ১৬০ ফুটের মঞ্চ তৈরি করা হচ্ছে।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, নৌকার আদলেই জনসভার মঞ্চটি তৈরির জন্য কাজ চলছে দিনরাত।  এই জনসভা জনসমুদ্রে পরিণত করতে নিজ নিজ এলাকার নেতারা নানা ধরনের প্রস্তুতিও নিয়েছেন।

জনসভা আয়োজনে সার্বিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।  বাচ্চু বড়ুয়ার তোলা ছবির গল্প জানাচ্ছেন কাশেম শাহ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নতুন রঙ লেগেছে ফুটপাতে।  এখন লাগানো হচ্ছে ফুলের চারা।  রঙ বেরঙের এসব ফুল মুগ্ধ করবে চলতি পথের পথচারীদেরও।

জনসভার মাঠে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।  এসব ক্যামেরা দিয়ে জনসভা মাঠের সার্বিক গতিবিধি পর্যবেক্ষণ করা হবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্থাপিত বিশেষ কন্ট্রোল রুম থেকে।  সমাবেশস্থলের আশপাশে কয়েক কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) পুরো আয়োজন তদারকি করছে।  তাদের পরামর্শ মোতাবেক পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ থাকবে।  পাশাপাশি সিসি ক্যামেরা ও ড্রোন থাকবে।  সবমিলে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই থাকবে।

মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলছেন, জনসভায় লোক সমাগম ছাড়িয়ে যাবে কয়েক লাখ।  এজন্য বড় করা হচ্ছে পলোগ্রাউন্ড মাঠ।  মাঠের বাইরেও থেকে যাবে আরও কয়েক লাখ লোক, এমনই আশাবাদ আয়োজকদের।  চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, আশা করি স্মরণকালের সবচেয়ে বেশি লোক জমায়েত হবে পলোগ্রাউন্ডের জনসভায়।

জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেয়া হয়েছে সব রকমরে প্রস্তুতি।  ঢাকা থেকে আনা হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ৩০০ মাইক।  স্থাপন করা হচ্ছে সাতটি বড় এলইডি মনিটর।  যেখান থেকে সরাসরি দেখা যাবে প্রধানমন্ত্রীর বক্তব্য।

পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে উপলক্ষে শুরু হয়েছে কঠোর নজরদারি।  নিয়মিত তল্লাশি করা হচ্ছে সব ধরণের যানবাহন।  চট্টগ্রাম নগরজুড়ে সাড়ে ৭ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।  এর মধ্যে পলোগ্রাউন্ড মাঠসহ পুরো চট্টগ্রাম মহানগরে ৬ হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবে।  নিরাপত্তা জোরদার করতে বাইরে আরও দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে জানান সিএমপি কমিশনার।