শার্শায় প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই টাকা সহ আটক ৪

যশোরের শার্শায় প্রকাশ্যে দিবালোকে ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারকে ছুরিকাঘাত সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার(১৯শে ফেব্রুয়ারী) দুপুরে শার্শার উলসী সাতক্ষীরা রোডে এ ঘটনা ঘটে।
এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে দুইজন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিলেও টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আরো দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে আরো দুই ছিনতাইকারীকে টাকাসহ আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত ওই ম্যানেজারকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের শিকার ও গুরুতর আহত ওই ম্যানেজার রোকনুজ্জামান (৪৫) উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে। সে বাগআঁচড়া বাজারের মসজিদ মার্কেটে রুহুল আমিনের মালিকানাধীন নারিশ ফিড এর ডিলারের দোকানের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

শার্শা থানার ওসি কে এম রবিউল ইসলাম বলেন, বাগআঁচড়া বাজারের নারিশ ফিশ ফিড লিমিটেড এর ডিলার রুহুল আমিনের ম্যানেজার রোকনুজ্জামান নাভারন ও উলাশী বাজারে ফিড কোম্পানির কালেকশন শেষ করে বুধবার দুপুরে দিকে নাভারন-সাতক্ষীরা সড়কের উপর পৌঁছালে ছিনতাইকারী ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন (২৪), ফয়সাল হোসেন (১৮), একই গ্রামের তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩) তার মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা এবং চাকু দিয়ে রোকনুজ্জামানকে আহত করে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাই করে। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করে ছিনতাইকারী হৃদয় হোসেন ও ফয়সালকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। ওপর দুইজন ছিনতাইকারী টাকাসহ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় গণধোলাইয়ের আহত ছিনতাইকারীদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়। পরে পুলিশ অভিযানে নেমে সন্ধ্যার দিকে টাকাসহ পালিয়ে যাওয়া ছিনতাইকারী তরিকুল ও রাব্বেলকে ও আটক করে।তিনি আরো জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশ অভিযানে নেমে মাত্র ৩ ঘন্টার মধ্যে ছিনতাইকারীদের ছিনতাই করা ৮লাখ ৫৫হাজার টাকা উদ্ধার হয়েছে। এ ঘটনার সাথে আর কোন চক্র জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান।