রোটারি চারিধারা পরীক্ষা চর্চা করলে সমাজ ও দেশ সুন্দর হবে: রোটারিয়ান এস এম জমির উদ্দিন 

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর  উদ্যোগে রোটারি চারি ধারা পরীক্ষা প্রচারণা কার্যক্রম  আজ শনিবার নগরীর টাইগার পাস মোড়ে রোটারি  ম্যুরাল চত্বরে  অনুষ্ঠিত  হয়।

ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিনের নেতৃত্বে এ প্রচারণা কার্যক্রমে  অংশ নেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ  শাহজাহান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইকরাম পাশা,পরিচালক মো: মনসুর মিয়া, সার্জেন্ট এট আর্মস এস এম সাজ্জাদ, হোসেন, সহ সার্জেন্ট এট আর্মস এম এ হমতিন, রোটারিয়ান জাহাঙ্গীর বাদশা, রোটারিয়ান এম এ হান্নান,  রোটারিয়ান   আহমেদ ইসমাইল, রোটারিয়ান মোহাম্মদ জামাল উদ্দিন এবং রোটারি  লেটস এস এম জুলহাসনাইন নাহিন প্রমুখ।

রোটারি চারি ধারা পরীক্ষা- কোন কাজ করার আগে নিজেকে প্রশ্নগুলো করে এর সঠিকতা যাচাই করুন।   ১. ইহা কি সত্যি?, ২. ইহা কি সকলের জন্য ন্যায়সংগত? ৩. ইহা কি সৌহার্দ্য ও অধিকতর বন্ধুত্ব গড়ে তুলবে? ৪. ইহা কি সকলের জন্য কল্যাণকর?

ক্লাব সভাপতি  এস এম জমির উদ্দিন বলেন, সমাজের প্রতিটি স্তরে রোটারি চারি ধারা পরীক্ষা চর্চা করা হয় তাহলে আমাদের সমাজ ও দেশ হবে সুন্দর। পরে গণমানুষের কাছে চারি ধারা পরীক্ষা প্রচারপত্র বিতরণ করা হয়।

ক্যাপশন: রোটারি ক্লাব অব  গ্রেটার চিটাগাং এর চারিধারা পরীক্ষা  প্রচারণা  কার্যক্রমের উদ্বোধন করছেন ক্লাব সভাপতি এস এম জমির উদ্দিন