বিশ্বব্যাপী রোটারি ক্লাবগুলো শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে রোটারিয়ান এস এম জমির উদ্দিন

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান শনিবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়।

ক্লাব সভাপতি রোটারিয়ান এস এম জমির উদ্দিনের সভাপতিত্বে রোটারি ইন্টারন্যাশনাল ঘোষিত সেপ্টেম্বর বেসিক এডুকেশন এবং লিটারেসি মাস উপলক্ষে আয়োজিত এই সভায় দুই জন ছাত্রের এক বছরের সম্পুর্ণ ব্যয় রোটারি ক্লাব বহনের দায়িত্ব নেন।

এ সময় সভায় বক্তব্য রাখেন সাবেক ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি মোহাম্মদ শাহজাহান, পিপি আজিজ-উল-গনি চৌধুরী, পিপি ইঞ্জি. আমজাদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালাহ উদ্দিন, সেক্রেটারি ড. আয়েশা আফরিন, ট্রেজারার মো. ইকরাম পাশা, ডিরেক্টর কমিউনিটি সার্ভিস মো. মনসুর মিয়া, সার্জেন্ট-এট-আর্মস এস.এম. সাজ্জাদ হোসাইন, জয়েন্ট সার্জেন্ট- এট-আর্মস এম.এ মতিন, রোটারিয়ান মো. হান্নান, রোটারিয়ান জাহাঙ্গীর আলম, রোটারিয়ান আহমেদ ইসমাইল, রোটারেক্ট আশরাফ ইফতি, রোটারেক্ট কাওসার আহমেদ।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী রোটারি ক্লাবগুলো শিক্ষাবিস্তারে ভুমিকা রাখছে। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং ক্লাব সৃষ্টির পর থেকে বৃহত্তর চট্টগ্রামে শিক্ষা বিস্তারে কার্যক্রম অব্যাহত রেখেছে।

পরে দুই শিক্ষার্থীর অভিভাবকের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।