রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ কমান্ড্যান্টের বদলি

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রামে চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামের বদলি হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে নিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে রাজশাহীর চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে।

 

রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের উপ-পরিচালক আবরার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

 

প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।