বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চট্টগ্রামে চিফ কমান্ড্যান্ট জহিরুল ইসলামের বদলি হয়েছে। তাকে চট্টগ্রাম থেকে রাজশাহীতে নিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে রাজশাহীর চিফ কমান্ড্যান্ট আশাবুল ইসলামকে।
রেলওয়ে মহাপরিচালক কার্যালয়ের উপ-পরিচালক আবরার হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ কার্যকর করতে বলা হয়েছে।