রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজ

ভারতের কংগ্রেস পার্টির সাবেক সভাপতি রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজ হয়ে গেছে।  শুক্রবার (২৪ মার্চ) দেশটির লোকসভা স্পিকার ওম বিরলা রাহুলের সদস্যপদ খারিজ করেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামের পদবি ‘মোদী’ নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বৃহস্পতিবার গুজরাটের সুরাত জেলা আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়। ফলে সংবিধান অনুযায়ী দণ্ডপ্রাপ্ত রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করেছেন স্পিকার।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ভারতের পলাতক ব্যবসায়ী নীরব মোদী ও ললিত মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবির মিল নিয়ে কটাক্ষ করে বক্তব্য দেন রাহুল গান্ধী। সেসময় রাহুল গান্ধী বলেছিলেন, ‘সব চোরের পদবি মোদী হয় কেমন করে?’

ওই মন্তব্যকে আপত্তিকর দাবি করে গুজরাটের সাবেক মন্ত্রী পুর্নেশ মোদী রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন।  সেই মামলার রায় হয় বৃহস্পতিবার।  এতে রাহুল দোষী সাব্যস্ত হন।  সাবেক কংগ্রেস সভাপতির দুই বছরের কারাদণ্ড দেন আদালত।  তবে তাৎক্ষনিক তার ৩০ দিনের জামিনও মঞ্জুর করা হয়।  এছাড়া উচ্চ আদালতে ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ দেওয়া হয়।

এদিকে কারাদণ্ডের রায়ের পর মহাত্মা গান্ধীকে উদ্ধৃতি করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, ‘আমার ধর্ম সত্য ও অহিংসার ওপর প্রতিষ্ঠিত। সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে মানহানি মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেন গুজরাটের একটি আদালত। ওই মামলায় তাকে আজ বৃহস্পতিবার দুই বছরের কারাদণ্ড দেন আদালত। রায়ের পর রাহুল গান্ধী এই টুইট করেন। খবর- এনডিটিভি