রাজস্থলীতে ছাত্রলীগ নেতা অপহরণ, হরতাল আহ্বান

অপহৃত সালাউদ্দিনের মুক্তি দাবি

রাঙামাটির রাজস্থলীতে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনেরর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঙালহালিয়া সচেতন নাগরিক কমিটি। এসময় তারা আগামী মঙ্গল ও বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।

গত ৪ ডিসেম্বর রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের আমতলি পাড়া থেকে ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে অপহরণ করা হয়। অপহরণের পর সালাউদ্দিনের পরিবার রাজস্থলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। ঘটনার ১৫ দিন পার হয়ে গেলেও অপহৃত ছাত্রলীগ নেতার কোনো সন্ধান মেলেনি।

অপহৃত সালাউদ্দিনের মুক্তির দাবিতে রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বাঙালহালিয়া বাজারে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এ সময় রাজস্থলী চন্দ্রঘোনা বাঙালহালিয়া রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ মিছিলে সচেতন নাগরিক কমিটির নেতারা ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ সময় সচেতন নাগরিক কমিটির সভাপতি আগামী মঙ্গলবার ও বুধবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়ে বলেন, এ ধরনের অপহরণ গুম আর কতদিন চলবে? আমরা ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের নিঃশর্তে মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার ও বুধবার সকাল সন্ধ্যা হরতাল ঘোষণা করছি। এ হরতালের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই আমরা আমাদের আন্দোলন করেই যাবো। কোনোভাবেই আমাদের দমন করা যাবে না।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। পার্বত্য চট্টগ্রামে নিরীহ মানুষের উপর জোর জুলম অত্যাচার চাঁদাবাজি হত্যা গুম তাদের প্রতিনিয়ত হয়ে দাঁড়িয়েছে। সালাউদ্দিনের যদি কিছু হয় তাহলে রাজস্থলী উপজেলাসহ তিন পার্বত্য চট্টগ্রাম অচল করে দেয়া হবে বলে সমাবেশে ঘোষণা দেওয়া।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নাগরিক কমিটির সহ সাধারন সম্পাদক কাজি মোহাম্মদ জালোয়া, সভাপতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি হাবিব আজম, পাবর্ত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ তাজুল ইসলাম, ছাত্রনেতা সহিদুর ইসলাম, কাইয়ুম হোসেন মিরাজ, মাসুম সদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী পুলকচৌধুরী, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশ্বনাথ চৌধুরী, পুলক বড়ুয়া, মাসুম তালুকদার, ও সদস্য সচিব রেজাউল আলম।