রাজধানীতে জড়ো হওয়ার চেষ্টা, বেশ কয়েকজন আটক

রাজধানীর মিরপুর, ধানমন্ডি, বাড্ডাসহ কয়েকটি এলাকায় বিক্ষোভের চেষ্টা করলে ২৫ থেকে ৩০ জন আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে গেছে আরও কয়েকজন। কোটা সংস্কার নিয়ে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার রাজধানী ঢাকার আটটি পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। এই আট পয়েন্ট হলো- সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, প্রেসক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর–১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। আন্দোলনকারীদের কর্মসূচির কথা মাথায় নিয়ে এদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নেয় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আন্দোলনকারীরা জড়ো হতেই তাদের ছোঁ মেরে ধরে নিয়ে যায় পুলিশ। রাজধানীর মিরপুর ১০, ইসিবি চত্বর, সায়েন্সল্যাব ও ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ২৫ থেকে ৩০ জনের মতো বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। তবে এদিন রাজধানীতে সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। দুপুর বারোটার দিকে সাইন্সল্যাব এলাকায় কিছু আন্দোলনকারী জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে তাদের ধাওয়া দেয় পুলিশ। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে পুলিশ। প্রায় একই সময় পল্টন এলাকার সড়কে জড়ো হয়ে স্লোগান দিয়ে বিক্ষোভের চেষ্টা করে কয়েকজন আন্দোলনকারী। তবে পুলিশের কঠোর অবস্থানের মুখে তারা সড়কে অবস্থান নিতে পারেনি। সেখান থেকে চারজনকে আটক করার খবর পাওয়া গেছে। বেলা সাড়ে বারোটার দিকে মিরপুর ইসিবি চত্বরেও জড়ো হওয়ার চেষ্টা করে কিছু শিক্ষার্থী। সেখানে পুলিশের বাধার মুখে পড়ে তারা। পুলিশের ধাওয়ার মুখে সরে যায় আন্দোলনকারীরা। সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। দুপুর ১২টার পরে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে জড়ো হওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা। কিন্তু পুলিশের বাধার কারণে দাঁড়াতে পারেনি তারা। সেখান থেকে থেকে ১০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়। হেফাজতে তারা নিরাপদ: শিক্ষার্থীদের অভিভাবকহেফাজতে তারা নিরাপদ: শিক্ষার্থীদের অভিভাবক
ব্রাক বিশ্ববিদ্যালয়সহ মেরুল বাড্ডা এলাকায় সকাল থেকেই ছিলো পুলিশের কড়া পাহারা। সেখানে আন্দোলনকারীদের দেখা যায়নি। তবে আফতাবনগর ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় চারজনকে। পুলিশের দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে।