রাজধানীতে কালবৈশাখী ঝড়-বৃষ্টি

প্রশান্তির ছাপ

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বজ্রপাত ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় রাজধানী ঢাকায়।

তবে দুপুর ২টার পর থেকে আকাশে মেঘ জমতে থাকে।  অনেকের মুখেই প্রশান্তির ছাপ মেলে বৃষ্টির হবে ভেবে।  সময়ের সঙ্গে সঙ্গে পুরো আকাশ ঢেকে যায় কালো মেঘে।  তবে ঝড়ের দেখা মেলে বিকেল ৫টার পরপর।

কালো মেঘে অন্ধকার নেমে আসায় বৃষ্টির কারণে রাস্তায় চলাচলরত গাড়িগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা যায়।

একইভাবে দেশের সাতক্ষীরা, ময়মনসিংহ, গাজীপুরসহ আশপাশের এলাকার ওপর দিয়ে বইছে কালবৈশাখী ঝড়।  আগামী ২৪ ঘণ্টা রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদফতর জানায়।

এদিকে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগসহ রাজশাহী, পাবনা, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।  সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে দেশের বিভিন্ন স্থানে এপ্রিলের দ্বিতীয় দফার তাপপ্রবাহ চলছে।  এর আগে গত ১৪ এপ্রিল থেকে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ শুরু হয়, যা ক্রমান্বয়ে বেড়ে গত নয় বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে।