রাঙামাটিতে গুলিবিদ্ধ সিএমপির তিন কনস্টেবল

বার্ষিক মহড়ায় ‘মিসফায়ার’

রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে বার্ষিক মহড়ার সময় চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তিন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।  মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ তিন কনস্টেবল হলেন— অভি বড়ুয়া, সুমন ও মিনু আরা।  তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত উপ-কমিশনার) স্পিনা রানী প্রামাণিক।  তিনি দেশ বর্তমানকে জানান, মহড়া চলাকালীন নার্গিস আক্তার নামে এক নারী কনস্টেবল হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে ‘মিসফায়ারে ওই তিন কনস্টেবল গুলিবিদ্ধ হন।  এর মধ্যে নারী কনস্টেবল মিনু আরার ডান হাতে, অভি বড়ুয়ার কাঁধের কাছাকাছি এবং উরুতে, সুমনের হাঁটুতে গুলিবিদ্ধ হন।

চমেক হাসপাতালে গুলিবিদ্ধ তিনজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা জানিয়ে সিএমপির এই কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে কেউ আশংকাজনক কিনা তা এ মুহূর্তে বলা মুশকিল।  তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, ‘তিনজন কনস্টেবল মহড়ার সময় মিসফায়ারের শিকার হয়েছেন।  তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’