মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর সমকামী নৈশক্লাবে শনিবার (১৯ নভেম্বর) রাতে বন্দুক হামলায় অন্ততঃ ৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।
হামলার ঘটনায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে নিরাপত্তা হেফাজতে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
তিনি হামলার বিষয়ে তেমন কোনো তথ্য দেননি এবং হামলায় কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে তা বলতে অস্বীকার করেন।
কলোরাডো স্প্রিংস ফায়ার ক্যাপ্টেন মাইক স্মাল্ডিনো জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। জরুরি নম্বরে ফোন যাওয়ার পর ১১টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।
ক্লাবটি প্রাপ্তবয়স্ক সমকামীদের বলে জানিয়েছে রয়টার্স। ক্লাবটিতে রাতের বেলা কারাওকে, ড্র্যাগ শো এবং ডিজেসহ বিভিন্ন ধরনের আয়োজন করা হয়।
ক্লাবটি তার ফেসবুক পেইজে এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের সম্প্রদায়ের ওপর নির্বোধ হামলার ফলে এটি ধ্বংস হয়ে গেছে। আমরা বীর গ্রাহকদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানাই, যারা বন্দুকধারীকে দমন করেছে এবং এই ঘৃণামূলক হামলার অবসান ঘটিয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিনিরা ঘৃণা সহ্য করতে পারে না এবং সহ্য করা উচিতও নয়।
হামলাকারীকে থামিয়ে দিতে জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে আসা দুই যুবককে ধন্যবাদ জানিয়েছেন পুলিশ প্রধান আদ্রিয়ান ভাসকুয়েজ।
২০১৬ সালে ফ্লোরিডার অরল্যান্ডোতে সমকামী নৈশক্লাবে এক বন্দুকধারী ৪৯ জনকে হত্যা করেছিল। হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। তখনকার সময় এটি ছিল মার্কিন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ গণগুলির ঘটনা।