বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে গোলাম আকবর (২৫) নামে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি উড়ে গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা এলাকার জামছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত গোলাম আকবর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা জামছড়ি এলাকার ছৈয়দ আজিমের ছেলে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা জানান, “জামছড়ি সংলগ্ন ৪৫ সীমান্ত পিলার এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশি তিন থেকে চারজন কাঠ সংগ্রহে যান। এক পর্যায়ে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আকবর আহত হন। সঙ্গীরা আকবরকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য মো. রিপন চৌধুরী বলেন, সন্ধ্যায় মাইন বিস্ফোরণে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে ওই যুবকের বাম পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। এ ছাড়া স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।