মিসেস ওয়ার্ল্ড কাশ্মীরি কন্যা সরগম

২১ বছর পর বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় ফের একবার কামাল করে দেখালেন কোনো ভারতীয় সুন্দরী।  রোববার (১৮ ডিসেম্বর) আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ৬২ দেশকে হারিয়ে সেরার মুকুট জিতলেন কাশ্মীরি কন্যা সরগম কৌশল।

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখা হয়েছে, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম।’

জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম।  এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি।  মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী সরগম জানান, ‘২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি।  অনেক ভালোবাসা সবাইকে।’

ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর সরগম কৌশল একসময় শিক্ষিকা হিসাবে কাজ করতেন।  স্বামী ভারতীয় নৌবাহিনীতে কর্মরত।

বিবাহিতা মহিলাদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড’ ।  ১৯৮৪ সালে শুরু হয় এই প্রতিযোগিতা।  শুরুতে এর নাম ছিল ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’।

২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মুকুট।  এবারের প্রতিযোগিতায় তিনি বিচারকের আসনে ছিলেন।  সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সরগমকে।  এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি।’