ভার্চ্যুয়ালি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব ভার্চ্যুয়ালি দিতে হবে

নেতা-কর্মীদের প্রতি শিক্ষা উপমন্ত্রী

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, সকল অপশক্তিকে রুখে দিতে নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকতে হবে।  দেশি-বিদেশি চক্র দেশ নিয়ে চক্রান্ত করছে।  আমরা তাদের শক্ত হাতে দমন করব।  ভার্চ্যুয়ালি দেশের বিরুদ্ধে পরিচালিত সকল ষড়যন্ত্রের ভার্চুয়ালি জবাব দিতে হবে।

সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নওফেল বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে বলব, মিছিল-মিটিং, ব্যানার-পোস্টারে নিজেকে বেশি নিমজ্জিত না করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপশক্তিকে প্রতিহত করতে হবে।  সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে হবে।  সামাজিক যোগাযোগমাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে।  কোনো অপশক্তিকে এ দেশে সন্ত্রাসবাদ কায়েম করতে দেয়া হবে না।  দেশের সকল উন্নয়ন বহির্বিশ্বে জানান দিতে হবে।  ভার্চ্যুয়াল বিশ্বটাকেও আমাদের মুঠোয় নিয়ে আসতে হবে।