ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ রুবেল বলেছেন, দেশের ফিল্মের অবস্থা ভালো নয়। আবার অন্যদেশের ছবি চালানোর চেষ্টা, চিন্তা-ভাবনা চলছে। আমি প্রতিবাদ করছি, করব। ভারতীয় ছবি রিলিজের পক্ষে সবাই থাকলেও আমি নেই।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের রাউজানের গহিরা এ জে ওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কারাতে ও সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুবেল বলেন, নিজেদের ফিল্ম নিজেদের দেশে আমরা চালাতে পারি না, সেখানে অনেক দামি ফিল্ম যদি আসে সেখানে ফিল্মের অবস্থা আরও খারাপ হবে। অন্য কেউ স্বীকার করুক বা না করুক আমি একবাক্যে এটা স্বীকার করব। নতুন যাদের কাজ করার চিন্তাভাবনা ছিল তারা আগামীতে কাজ করতে পারবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. দীপক সরকার। প্রধান বক্তা ছিলেন সিহান প্রফেসর অজয় দে। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল হক। পরে চিত্রনায়ক রুবেল শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ প্রদান করেন।