চট্টগ্রামের রাউজানে বেইলি ব্রিজের পাটাতনের ভাঙা অংশে পা আটকে পড়া এক বৃদ্ধকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাউজান উপজেলার গহিরা ইউনিয়নে ইছাপুর সড়কের ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বৃদ্ধের নাম মোহাম্মদ সৈয়দুল হক (৮৫)। তিনি উপজেলার গহিরা ইউনিয়নের জেবল সওদাগর বাড়ির বাসিন্দা।
জানা যায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে আবছা অন্ধকারে বেইলি ব্রিজের ভাঙা অংশে পা আটকে যায় বৃদ্ধ সৈয়দুল হকের। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।
গহিরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন জানান, প্রায় ২২ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। এর আগেও কয়েকবার ব্রিজটির পাটাতন ভেঙেছে। কোনো মেরামত হয়নি। অনেক সময় বিভিন্ন গাড়ির চাকাও ভাঙা অংশে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
উদ্ধার অভিযানে থাকা হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেক হাসান বলেন, আমরা ৭টার দিকে খবর পাই। ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ লোকটিকে উদ্ধার করি। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।