যুক্তরাষ্ট্রের আকাশ থেকে গুলি করে চীনা বেলুন ভূপাতিত করার পর দুদেশের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়েছে। তবে টানাপোড়েনের অবসান ঘটাতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ঘোষণা দিয়েছেন, বেলুন নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলবেন তিনি। যুক্তরাষ্ট্র নতুন করে ঠান্ডা যুদ্ধ চায় না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। রয়টার্সের খবর।
তবে বাইডেন শির সাথে কখন কথা বলবেন তা স্পষ্ট করেননি। বাইডেন এনবিসি নিউজকে বলেছেন, শি হয়তো চাচ্ছেন যুক্তরাষ্ট্র এবং আমার মধ্যে সম্পর্ক ছিন্ন হোক (প্রেসিডেন্ট হিসেবে থাকি তা চান না)। কিন্তু আমি আশা করছি প্রেসিডেন্ট শি এবং আমার মধ্যে কথা কবে। আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব। তবে বেলুনটি নামানোর জন্য কারও কাছে ক্ষমা চাই না।
চলতি মাসের প্রথম দিকে একটি চীনা গুপ্তচর বেলুন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশে ধরা পড়ার পরে গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। ওই ঘটনার পর চীন ক্ষোভ প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্র বেলুনে গুলি করে কাÐজ্ঞানহীন কাজ করেছে।
সন্দেহভাজন চীন নজরদারি বেলুন ভূপাতিত করার পর আরও তিনটি অজানা বস্তু আকাশ থেকে নামায় যুক্তরাষ্ট্র। তবে সেগুলো চীনের নয় বলে দেশটি স্বীকার করেছে। এমনকি বেলুনে গুলি করার আগে চীনের সাথে কথা বলেই তা করা হয়েছে বলেও জানায় পেন্টাগন।
এদিকে পেন্টাগনের চীনবিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইকেল চেজ আগামীতে তাইওয়ান সফর করার পরিকল্পনা করছেন। ফাইন্যান্সিয়াল টাইমস সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। চেজের তাইওয়ান সফরটি হবে ২০১৯ সালের পর থেকে অঞ্চলটিতে সবচেয়ে সিনিয়র মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার সফর। চীন গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে নিজের বলে দাবি করে।
চীন জানিয়েছে আসছে, ৬০ মিটার বেলুনটি আকাশে ছাড়া হয়েছিল আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। তবে ওয়াশিংটনের দাবি, এটি স্পষ্টতই নজরদারি বেলুন ছিল, যাতে বিশাল আন্ডারক্যারেজে ইলেকট্রনিক্স ডিভাইস পাওয়া গেছে। তিনটি বেলুনের একটি আলাস্কায়, দ্বিতীয়টি কানাডায় এবং তৃর্তীয়টি হুরন হ্রদে ভূপাতিত করা হয়।