সুমন হত্যাকারি জহিরুল (৩৫)নামে এক জন আটক।গত ইং ০৯ মে ২০২৫ শুক্রবার বিকাল অনুমান ০৫:০৫ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ৪নং বেনাপোল ইউনিয়নের খড়িডাঙ্গা গ্রামস্থ কামার বাড়ীর মোড়ে জনৈক আনিচুর রহমান এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর এজাহার নামীয় ০৬ জন আসামীসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী পরস্পর যোগসাজসে পূর্ব পরিকল্পিতভাবে জমি বন্ধকের পাওনা ৬০,০০০/ টাকা চাওয়াকে কেন্দ্র করে ইট দিয়ে আঘাত করে এবং পিটিয়ে জখম করে সুমনকে।শনিবার(১০ মে) সকালে আহত সুমন’কে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতালে নিয়ে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।
রবিবার(১১ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) পবিত্র বিশ্বাস এবং সংগীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান পরচিালনা করে ভোরের দিকে আসামী জহিরুল ইসলাম , পিতা, সাইদুর রহমান, সাং-খড়িডাঙ্গা পশ্চিমপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে আটক করা হয়।
উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে এজাহারনামীয় ০৬ জন ও অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীর বিরুদ্বে এজাহার দায়ের করিলে বেনাপোল পোট থানার মামলা নং ০৭ তাং ১১/০৫/২৫ ধারা ৩০২/৩৪ রুজু করা হয়।
মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার রওনক জাহান মহোদয় রহস্য উদঘাটন ও জড়িত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশকে নির্দেশনা প্রদান করলে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি)রাসেল মিয়া এর নেতৃত্বে একটি টিম অভিযানে নামে। আসামী জহিরুল কে পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে এবং বাকী আসামীদের’কে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি রাসেল মিয়া জানান।