ওমরাহ পালনকারী মুসল্লিরা সোমবার (১০ এপ্রিল) ভোরে পবিত্র নগরী মক্কায় বৃষ্টিস্নাত হয়ে কাবা শরিফ তাওয়াফ করেছেন। এ সময় মুসল্লিরা আধ্যাত্মিক মুহূর্ত অনুভব করেন বলে প্রতিক্রিয়ায় জানান। তীব্র গরমে এই বৃষ্টি যেন আল্লাহর রহমত হিসেবে আকাশ থেকে বর্ষিত হচ্ছে বলেন অনেকে।
মক্কার অফিসিয়াল টুইটার থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে, পবিত্র কাবা ঘরের আঙিনায় মুসল্লি ও ওমরাহ পালনকারীরা তাওয়াফ করছিলেন। এমন সময়ে বৃষ্টির পানিতে ভিজে যায় তাদের পুরো শরীর। তখন অনেককে সিজদা করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে দেখা যায়। অনেকে দুই হাত তুলে দোয়া ও প্রার্থনা শুরু করেন।
এদিকে, নিরাপত্তা ও জরুরি সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে ছুটে যান। আবহাওয়া পরিস্থিতির কারণে এ ধরনের ঘটনা ঘটে। এ ধরনের অনুষ্ঠানের জন্য নির্ধারিত ক্ষেত্রের পরিকল্পনা নেওয়া প্রয়োজন।
প্রতি বছর রমজান মাসে কয়েক হাজার মুসলমান ওমরাহ পালনের জন্য মক্কায় ছুটে আসেন। এ বছর, পবিত্র রমজান মাস ২৩ মার্চ শুরু হয় এবং ২১ এপ্রিল শেষ হবে। সূত্র: আল আরাবিয়া নিউজ