কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা ১১টায় হেলিকপ্টারে করে ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান তিনি। এরপর তিনি বেলা সোয়া ১১টার দিকে মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জমিতে নির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
সেনানিবাসের আনুষ্ঠানিকতা সেরে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়িতে যান প্রধানমন্ত্রী। সেখানে জোহরের নামাজ শেষে রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
বিকাল ৩টায় মিঠামইন সদরে হেলিপ্যাড মাঠে আয়োজিত সুধী সমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফর ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে স্থানীয় বিভিন্ন সড়ক।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আবদুল হামিদ সবসময় আন্তরিকতা, নিষ্ঠা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছেন। তার ইচ্ছা ছিল এ অঞ্চলে একটি সেনানিবাস গড়ে উঠুক। যাতে এ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানে আমূল পরিবর্তন আসে। তার ইচ্ছা পূরণ করতে পেরে আমরাও আনন্দিত। এজন্য তার নামেই সেনানিবাসের নামকরণ করা হয়েছে। হাওর এলাকার উন্নয়নে এ সেনানিবাস বিশাল ভূমিকা রাখবে বলে জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকায় দেশের উন্নয়ন হচ্ছে। এসময় তিনি সবাইকে মিতব্যয়ী হওয়ারও তাগিদ দেন। বক্তব্য শেষে পরিদর্শন বইয়ে সই এবং নবনির্মিত সেনানিবাস ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরআগে সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারে করে তিনি ঢাকা থেকে মিঠামইনে পৌঁছান। এরপর মিঠামইন সদরের ঘোড়াউত্রা নদীর তীরে ২৭৫ একর জায়গায় দৃশ্যমান নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ তাকে স্বাগত জানান।