ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। সংসার জীবনের আট বছর পর যমজ সন্তানের মা হয়েছেন তিনি। ৮ নভেম্বর সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনয়শিল্পী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর শেয়ার করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। রোববার (১৯ নভেম্বর) ফেসবুক পোস্টে চয়নিকা জানান, আমাদের সুমাইয়া শিমু তার জীবনের সবচেয়ে মধুরতম অধ্যায়ে প্রবেশ করেছে। গত ৮ নভেম্বর যমজ পুত্রসন্তানের মা হয়েছে।
পরে ঐদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিমু নিজেই। তিনি বলেন,‘চিকিৎসক সম্ভাব্য তারিখ বলেছিলেন, ১৫ নভেম্বর। কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়। এই অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। ’
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর নজরুল ইসলামের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন শিমু। এরপর থেকে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দেন। ২০১৭ সাল থেকে রিলিফ ইন্টারন্যাশনাল-এর শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেন তিনি।
১৯৯৯ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে শিমুর অভিনয়ে পথচলা শুরু হয়েছিল। এরপর শতাধিক একক ও ধারাবাহিক নাটকে প্রশংসার সঙ্গে কাজ করেন তিনি।