বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জিয়া মঞ্চের লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লেখা সম্বলিত লিফলেট সিদ্ধিরগঞ্জে বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ড এলাকায় ঘুরে নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়। জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জামাল হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি (ঢাকা বিভাগ) সহ-সভাপতি আব্দুল হালিম, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি আফজাল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে দেশে প্রকৃত গণতন্ত্র ও সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়। জিয়া মঞ্চের এই ৩১ দফা দাবি জনগণের মৌলিক অধিকার রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে জনগণের দাবি তুলে ধরতে এবং জনমত তৈরি করতে জিয়া মঞ্চের উদ্যোগে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন।

এসময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মো: আলীনূর হোসাইন, সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো: উজ্জ্বল, মো: লিখন মন্ডল, মো: রুবেল, মো: ইসমাঈল, বন্দর উপজেলা আহবায়ক কাজী লিটন, সদস্য সচিব আনোয়ার প্রধান, বন্দর থানা আহবায়ক আল- আমিন, যুগ্ম আহবায়ক মো: জাফর, সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ড জিয়া মঞ্চের আহবায়ক মো: মতিন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের নেতা সাইফুল ইসলাম সবুজ, মো: লিমন, সবুজ, হালিম প্রমুখ।