প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ১৪ বছর ধরে সরকারে আছে। আমরা বাংলাদেশকে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাংলাদেশ আজ বদলে গেছে। আমরা চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ।
রোববার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘মেইড ইন বাংলাদেশ উইক-২০২২’ উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির নতুন নতুন আবির্ভাবে দেশ এগিয়ে যাচ্ছে। কাজেই প্রযুক্তিকে ব্যবহার করতে হবে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিধ্বনি শুনছি আমরা। কাজেই চতুর্থ শিল্প বিপ্লবের সাথে উপযুক্ত দক্ষ মানবসম্পদ আমাদের গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা বলেন, আমরা পদক্ষেপ নিয়েছি, নতুন নতুন উদ্যোক্তাও সৃষ্টি করছি। কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে যুবকদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে এই সরকার। রপ্তানি উন্নয়ন তহবিল তৈরি করে দিয়েছে। করোনা মোকাবিলায় তৈরি পোশাকশিল্পে আর্থিক প্রণোদনা দিয়েছে।
দেশে চমৎকার একটা বিনিয়োগের পরিবেশ বিদ্যমান রয়েছে’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগকে স্বাগত জানানোর জন্য আমি দেশের ব্যবসায়ীদেরকেও আহ্বান করব যে আপনারা বিদেশি পার্টনার খুঁজে নেন। আপনারা তাদের প্রযুক্তির জ্ঞান আমাদের শিল্পখাতে ব্যবহার করতে পারেন।
শেখ হাসিনা বলেন, বর্তমানে শুধু আমরা নই, সারা বিশ্বের মানুষ কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে করোনার ভয়াবহতায় সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা, মূল্যস্ফীতি। তার ওপর শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর ফলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের উন্নত দেশগুলোও অর্থনৈতিকভাবে হিমশিম খাচ্ছে। যুদ্ধ বন্ধ হোক- সেটাই আমরা চাই।