বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিক্রয় প্রতিনিধি নিহত

বাঁশখালীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কোহিনূর কেমিক্যাল কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।  নিহতের নাম দুদু মিয়া (৩৮)।  মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে  উপজেলার গন্ডামারা ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। তিনি ওই কোম্পানিতে সেলস অফিসার  পদে বাঁশখালীতে কর্মরত ছিলেন।  তাঁর বাড়ি রংপুরের মিঠাপুকুর এলাকায়।

পুলিশ  সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে  ৯টার দিকে বাঁশখালীর গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে মালামাল বিক্রির টাকা সংগ্রহ করে উপজেলা সদরে ফিরছিলেন দুদু মিয়া।  তিনি গন্ডামারা ব্রিজের কাছাকাছি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে আটকে ছুরিকাঘাত করে।  পরে তাঁকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি কামাল।