রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে মাগরিবের জামাতে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেন।
এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। এসময় নামাজে ইমামতি করেন সেনাবাহিনী প্রধান।
সেখানে ধারণ করা এক ছবিতে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে ইমামের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করতে দেখা যায়।