দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নবগঠিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নগরীর একটি পাঁচতারকা হোটেলে সংগঠনের সভাপতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি)সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর লায়ন মোঃ খোরশেদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মো: নিজাম উদ্দিন মিজান ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক হিরুর সঞ্চালনায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুর রশীদ হিরু।
প্রধান অতিথি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করান। তিনি তার বক্তব্যে স্কুলের উন্নয়নে, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কার্যকরী উপদেষ্টা সভাপতি লায়ন মো. সাখাওয়াত হোসেন সিকদার পারভেজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন যথাক্রমে ইঞ্জিনিয়ার মো. আবু তাহের চৌধুরী, এনামুল হক চৌধুরী, রফিকুল ইসলাম চৌধুরী, আকতার কামাল চৌধুরী, মোজাম্মেল হক, হেলাল উদ্দিন চৌধুরী, তুষার কান্তি বড়ুয়া, রফিকুল ইসলাম, আতিকুর রহমান মামুন, জসিম উদ্দিন, শহীদুল্লাহ কায়সার ও মোসাদ্দেকুর রহমান সিকদার আজাদ সহ পরিষদের অন্যান্য উপদেষ্টাবৃন্দ।