পূবাইলে হাউজিং সোসাইটির আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

 

গাজীপুর মহানগরীর পূবাইলে দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ভাদুন হারবাইদ আঞ্চলিক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯নভেম্বর) দুপুরে মহানগরীর ৪১ নং ওয়ার্ড ভাদুন উত্তম মেষপালক গির্জা প্রাঙ্গনে এই শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং এর পরিচালক সুজয় পিউরিফিকেশন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দি মেট্রোপলিটন খ্রিস্টান কো- অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন পিউরিফিকেশন, এসময় আরও উপস্থিত ছিলেন,দি মেট্রোপলিটন খ্রিস্টান কো-অপারেটিভ হাউজিং এর সাধারন সম্পাদক মি. ইমানুয়েল বাপ্পি মন্ডল,সাবেক ভাইস চেয়ারম্যান রতন হিউ বার্ড পিউরিফিকেশনসহ শিক্ষা সেমিনারে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তাবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।

সোসাইটির সাধারণ সম্পাদক মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল হাউজিং সোসাইটির বর্তমান উন্নয়ন ও সাফল্য এবং অর্জনসমূহ প্রজেক্টরের মাধ্যমে স্বচিত্র প্রতিবেদনসহ বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারের প্রধান অতিথি সোসাইটির চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন মূল বক্তব্য প্রদানের মাধ্যমে সোসাইটির সামগ্রিক অগ্রগতি তুলে ধরেন। তিনি সদস্যদের প্রতি সচেতন হতে আহ্বান করেন যেন হাউজিং সোসাইটির উন্নয়ন ধারাবাহিকভাবে ধরে রাখা যায় এবং সকল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেন।