পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয় আওয়ামী লীগ: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতীয় সম্মেলন সামনে রেখে দলের বিভিন্ন প্রস্তুতিসভা ও ধারাবাহিক কর্মসূচি হচ্ছে।  বিএনপির সঙ্গে এটা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়।

রোববার (৩০ অক্টোবর) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন সামনে রেখে প্রস্তুতিসভায় এ কথা বলেন তিনি।  ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচিতে বিশ্বাসী নয়।  দলের এসব কর্মসূচি পূর্বনির্ধারিত।

তিনি বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির সহযোগিতা ছাড়া বিএনপির সভা-সমাবেশ এখনো অচল।  বিএনপি এখনো জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির বড় পৃষ্ঠপোষক।’

এ সময় বিএনপি আবারও আগুন সন্ত্রাস সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

জাতীয় সংসদ থেকে বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাতে কি সংসদ অচল হয়ে যাবে!’  তিনি বলেন, এটা তাদের সিদ্ধান্ত, সরকারের নয়।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগেই দলের মেয়াদোত্তীর্ণ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সম্মেলন অনুষ্ঠিত হবে।