পারিবারিক কলহ, চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীতে অর্পিতা মজুমদার (২৩) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেণ। নিহত অর্পিতা মজুমদার রাজন দাসের স্ত্রী। তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।

শনিবার (৬ মে) সকালে আসকারদীঘির উত্তরপাড় মালিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, নিহতের স্বামীর একটি মুরগীর দোকান রয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।