নির্বাচনে নির্বাচিত হয়ে আধুনিক বাংলাদেশের নের্তৃত্ব দিবেন তারেক জিয়া : ব্যারিস্টার মীর হেলাল

বিএনপির সকল নের্তৃবৃন্দদের কাছে,দলের ভাবমূর্তি ক্ষুন্ন না করে বিএনপিকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানান – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

দুবাই বিএনপির উদ্যাগে  ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেছেন তিনি। উক্ত অনুষ্টানে তিনি সরাসরি উপস্থিত থাকার কথা থাকলেও, উপস্থিত হতে না পারায় তিনি অনলাইনে যুক্ত ছিলেন।

এসময় তিনি আরো বলেন, ৫ আগষ্টের গণ অভ্যুত্তানের পর, আত্মতুষ্টি না হয়ে। সেই আন্দোলন চলমান রাখতে হবে। নির্বাচনের প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বলেন, আশা করছি বর্তমান সরকার শীগ্রই নির্বাচন দিবেন। নির্বাচনের পর জনগণের রায়ে নির্বাচিত হয়ে তারেক রহমান দেশে ফিরে আধুনিক বাংলাদেশের নের্তৃত্ব দেওয়ারও প্রত্যাশা জানিয়েছেন তিনি।

দুবাইস্হ খালেদিয়া প্যালেসের হোটেলের কনফারেন্স রুমে ইফতার ও দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

প্রায় তিনশত নেতাকর্মীদের উপস্থিতিতে দুবাই বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আলম (রফিক)র সভাপতিত্বে সদস্য সচিব মুজিবুল হক মন্জু ও সিনিয়র সদস্য মোহাম্মদ হুমায়ূন কবীর (সুমন)র যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা’র বক্তব্য রাখেন- ইউ.এ.ই, বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ইউ.এ.ই বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস ছালাম তালুকদার।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইউ.এ.ই বিএনপির সদস্য প্রকৌশলী মাহী আলম,প্রকৌশলী আব্দুল রশীদ,শাহেদ আহমেদ (রাসেল), শাহীনূর (শাহীন),প্রকৌশলী জাহাঙ্গীর আলম (রুপু), মোদ্দাশের শাহ।

দুবাই বিএনপির নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দীন, আজিম উদ্দিন তালুকদার,শহিদুল্লাহ (শহীদ), এরশাদ ঠিকাদার,ইলিয়াস আমীর আলী,জিয়া প্রধানীয়া,এম.আর সজীব গাজী,সেলিম আজাদ মুন্না,মোস্তফা চৌধুরী,হানিফ ঠিকাদার, ভি পি ইলিয়াস,দিদার আলম,মোহাম্মদ হাশেম উদ্দিন, আরিফ তালুকদার, মোহাম্মদ কায়সার,মোঃ আলী, রাকিব,ওসমান গনি রুমেল প্রমূখ।