দরজায় কড়া নাড়ছে ঈদ। সারাদেশের মতো দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে যেন ঈদের আমেজ। দেশে পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে না পারলেও। সেই কষ্টটা ভুলে থাকার জন্যে অনেক প্রবাসীরায় করছেন পছন্দের ঈদ বাজার।কেনাকাটায় পিছিয়ে নেই বাংলাদেশিরা ও।
প্রবাসী বাংলাদেশিরা বলছেন, সারাবছর প্রয়োজন ছাড়া তেমন কাপড় ক্রয় করা হয়না বিদেশে। তবে দেশে ঈদ করতে না পারার দুঃখ টা কিছুটা হলেও ভুলে থাকার জন্যে এই কেনাকাটা।
কালেকশান, গুনগতমাণ ভালো এবং বিশেষ ছাড় থাকায় ভীনদেশের নাগরিকরাও ভীড় করছেন বাংলাদেশি প্রতিষ্টানগুলোতে।
রমজানের শেষ সময়। তাই বিভিন্ন হাইফারমার্কেট, ছোট বড় ব্র্যান্ডের প্রতিষ্টানগুলোতে বেড়েছে ব্যস্ততা। ব্র্যান্ডের দোকান ছাড়াও, প্রবাসীরা সারাদিন ডিউটি করে রাতের বেলায় ভীড় করেন পান্জাবি,শার্ট,পেন্ট,লুঙ্গি এবং জুতা পাওয়া যায় এমন প্রতিষ্টানে। তাই বাংলাদেশি অধ্যুষিত এলাকায় নির্ধারিত সময়ের বেশি মধ্যরাত পর্যন্ত কাজ করছেন গার্মেন্টস ব্যবসায়ী এবং কর্মজীবীরা।
মুলত প্রবাসী বাংলাদেশি কাস্টমারদের কাজ শেষে রাতের বেলায় কেনাকাটা করতে কোন অসুবিধা না হওয়ার জন্যেই আমিরাতে বিভিন্ন বাংলাদেশি অধ্যাষিত এলাকার প্রতিষ্টানগুলো মধ্যরাত পর্যন্তও খোলা রাখছেন বলে জানিয়েছেন, এই ব্যবসায় জড়িত কর্মজীবীরা।
পোশাকের মান ধরে রাখা গেলে বিদেশের মাটিতে একসময় অন্যান্য দেশের নাগরিকদের পছন্দের শীর্ষে জায়গা করে নিবে বাংলাদেশি গার্মেন্টস পণ্য, এমনি প্রত্যাশা সকল প্রবাসীদের।
আশেপাশের সবাইকে নিয়েই একেকজন প্রবাসীর একেকটি পরিবার। তাই কোন এক সময় অপরিচিত সেই শহরে আপন করে নেওয়া পরিবারের সদস্যদের সাথে নিয়ে পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি করার।