রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তিন লাখ সেনা সমাবেশের কাজ সম্পন্ন হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে আংশিক সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পুতিনের সঙ্গে এক বৈঠকে শোইগু জানান, যে ৩ লাখ সেনা সমাবেশের কথা ছিল তা সম্পন্ন হয়েছে। সংঘাতময় এলাকায় ইতোমধ্যে ৮২ হাজার সেনা পাঠানো হয়েছে। এর মধ্যে ৪১ হাজার সেনাকে মোতায়েন করা হয়েছে ইউনিটে।
শোইগু জানান, বাকি দুই লাখ ১৮ হাজার সেনা এখন প্রশিক্ষণ নিচ্ছেন।
পুতিন ইউক্রেন যুদ্ধের জন্য যেসব রিজার্ভ সেনাকে ডাকা হয়েছে তাদের প্রতি দেশের জনগণকে রক্ষা করার জন্য তাদের যে দৃঢ় সংকল্প তার জন্য ধন্যবাদ জানান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। টানা ২৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।