ঢাকায় রেড অ্যালার্ট, সব আদালতে নিরাপত্তা জোরদার

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে মেরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালিয়ে যাওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তারে রাজধানীতে রেড অ্যালার্ট জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২০ নভেম্বর) ঘটনার পর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, দুই জঙ্গিকে গ্রেপ্তারে আমরা রেড অ্যালার্ট জারি করেছি।  এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে।

এদিকে দেশের সব আদালতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।  ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির পালানোর পরপরই এ নির্দেশনা দেয়া হলো।

সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান রোববার বিকালে সুপ্রিম কোর্ট প্রশাসনের এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার দুপুর ১২টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে নেওয়ার সময় দুই জঙ্গি পুলিশের চোখে স্প্রে করে পালিয়ে যায়।  এ দুই জঙ্গি হলো মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব সাজিদ।  দুজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতুদণ্ডপ্রাপ্ত এই দুই জঙ্গিকে অন্য মামলার শুনানিতে হাজির করতে কাশিমপুর কারাগার থেকে পুরান ঢাকায় আদালতে আনা হয়েছিল।  সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল থেকে নেওয়ার সময় তারা পুলিশের চোখে স্প্রে জাতীয় কিছু মেরে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাতক দুই আসামির খোঁজে পুলিশ মাঠে নেমেছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

২০১৫ সালের ৩১ অক্টোবর প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যার মামলায় ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হকসহ আট জঙ্গির ফাঁসির রায় দেন আদালত।  দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল রয়েছে।