বিজিবি-বিজিপি পতাকা বৈঠক চলছে

কক্সবাজারের টেকনাফে পতাকা বৈঠকে বসেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

বৈঠকে সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।  ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ের এ বৈঠক আজ রোববার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে শুরু হয়েছে।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে দু’টি স্পিডবোটে করে নাফ নদী পাড়ি দিয়ে বিজিপি’র সাত সদস্যের একটি দল টেকনাফ শাহ্পরীর দ্বীপ জেটিতে পৌঁছায়।  কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের গাড়িতে করে শাহ্পরীর দ্বীপে বিজিবি’র সীমান্ত চৌকিসংলগ্ন বাংলোতে নেয়া হয়।  সেখানেই পতাকা বৈঠক চলছে।

বৈঠকে ৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন টেকনাফ-২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আজ বিকাল ৪টার দিকে টেকনাফ-২ বিজিবি’র ব্যাটালিয়ন সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।