টেকনাফে অপহৃত চার কৃষককে উদ্ধারে মুক্তিপণ দাবি

ঘটনাস্থলে পুলিশ

কক্সবাজার টেকনাফে পাহাড়ি এলাকা থেকে অপহৃত চার কৃষকের পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে অপহৃতরা।

রোববার (৮ জানুয়ারি) ভোরে হ্নীলার লেচুয়াপ্রাং পাহাড়ের পাদদেশ থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন অপহৃতদের স্বজনরা।  পরে এ দিন দিবাগত রাত ১২টার দিকে মুঠোফোনে জনপ্রতি ৫ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়।

অপহৃত আব্দুল হাকিমের পরিবার জানায়, অপহৃত ৪ জনের মধ্যে আব্দুর রহমানের কাছে মোবাইল ফোন ছিল।  সেই ফোন থেকে আব্দুল হাকিম জানিয়েছেন, তাদের ছাড়িয়ে আনতে ৫ লাখ টাকা করে মুক্তিপণ দিতে হবে।  এখনও অপহৃত এই চারজনকে পাহাড়ে রাখা হয়েছে।

তবে পুলিশকে না জানানোর জন্যও বলা হয়েছে বলে ফোনে জানান আব্দুল হাকিম।

অপহৃত চারজন হলেন লেচুয়াপ্রাং এলাকার আবুল হোছেনের ছেলে আব্দুস সালাম, ছৈয়দ হোসেন ওরফে গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিবুল্লাহ ও ফজলুল করিমের ছেলে আব্দুল হাকিম। তারা সবাই কৃষক।

অপহৃত আব্দুস সালামের বড় ভাই মুন্সি রফিক জানান, পাহাড়ের পাদদেশে তাদের ক্ষেতের জমি আছে।  এখানে প্রায় প্রতিদিন পাহাড় থেকে হাতি নেমে ফসলের ক্ষেত নষ্ট করে ফেলে।  তাই হাতি থেকে ক্ষেত রক্ষায় শনিবার (৭ জানুয়ারি) রাতেই পাহাড়ে যায় চারজন।  কিন্তু এরপর তাদের চারজনের কেউই বাড়ি ফিরেননি।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, অপহরণের কথা শুনে আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, পুরো বিষয়টি পরে জানাতে পারব।

টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, আমাদের কাছে কোনো অভিযোগ নেই, তবে এই খবর শোনার পর পুলিশ ঘটনাস্থলে গেছে।  এ বিষয়ে পুলিশ কাজ করছে।