টুঙ্গিপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৬ মার্চ, ২০২৫, ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবময় দিন, এই দিনেই ১৯৭১ সালে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জিত হয়েছিল।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটির কর্মসূচি শুরু হয় শহীদ মিনার ও ‘৭১ এর বদ্ধভূমির বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে। উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় জনগণ এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এরপর, টুঙ্গিপাড়া উপজেলা হেলিপ্যাড মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানটির পরবর্তী অংশে পুলিশের সদস্যরা, আনসার, বিএনসিসি, ফায়ার সার্ভিস এবং উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সমাপনীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক, টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম, এসআই মনির সহ অন্যান্য কর্মকর্তা। এ দিনটি ছিল স্বাধীনতার অমূল্য মূল্যবোধ স্মরণ করার, শপথ নেবার এবং জাতির জন্য গৌরবময় অবদান রাখার দিন।