টঙ্গীতে তাঁতী লীগ নেতাসহ ৬জন র‌্যাবের হাতে গ্রেফতার

গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ তাঁতী লীগ নেতা শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা। তিনি টঙ্গী পূর্ব থানা তাঁতী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটে বুধবার ভোররাতে টঙ্গীবাজার সেনাকল্যাণ কমপ্লেক্সের সামনে।

পরে বুধবার রাতে হাজীর মাজার বস্তির বিভিন্ন গোপনকক্ষে অভিযান চালিয়ে তার পাঁচ সহযোগিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি বিদেশি রিভলবার, শর্টগানের গুলি, হিরোইন, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর গ্রেফতাররা হলেন- শাহানুর আহমেদ অমিত (১৮), হিরা (৩২), বায়জিদ (২৭), জাহিদ (১৯) ও নূর ইসলাম (২৭)।
র‌্যাব জানায়, সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত হাজীমাজার বস্তির মাদক স¤্রাট রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবুর ক্যাডার হিসেবে প্রায়ই অস্ত্র প্রদর্শণ করে জনমনে ভীতি সঞ্চারের জন্য এলাকায় শোডাউন করে আসছিল। গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টঙ্গী ও গাজীপুরের বিভিন্নস্থানে ছাত্রদের ওপর গুলিবর্ষণ করে সৈকত। এসংক্রান্ত একটি ভিডিও তার গোপন ফেসবুক আইডি থেকে পোষ্টও করেন। এছাড়াও গত ২৭ মার্চ টঙ্গী বড়বাজার জামে মসজিদ এলাকায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদান করে ফাঁকা গুলি ছুঁড়েন তিনি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গত বুধবার ভোরে টঙ্গীবাজার সেনাকল্যাণ কমপ্লেক্সের সামনে থেকে সৈকতকে গ্রেফতার করে র‌্যাব কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে হাজীর মাজার বস্তির বিভিন্ন গোপনকক্ষে অভিযান চালায় র‌্যাব। এসময় মাদক স¤্রাট রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবু ও সৈকতের গোপনকক্ষে অভিযান চালিয়ে উপরোল্লিখিত পাঁচজনেেক গ্রেফতার করে। এসময় ভারতের তৈরি একটি রিভলবার, ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১৯৫ গ্রাম হিরোইন, দুটি মোবাইল ফোন ও নগদ ১৪শ’ টাকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারদের সংশ্লিষ্ট থানা পুলিশে সোপর্দ করা হবে বলেও র‌্যাব জানায়।
##