ঝিনাইদহে পিকআপ-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ-ভ্যানের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটচাঁদপুর-জীবননগর সড়কের কাশিপুর পৌর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন।

নিহতরা হলেন- কালীগঞ্জে শাহাপুর ঘিঘাটি গ্রামের মখলেছ উদ্দিনের ছেলে ভ্যানচালক সলেমান উদ্দিন (৬০), উপজেলার বলাকান্দর গ্রামের শাহিন উদ্দিনের মেয়ে খুকু মনি (৭) ও কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের রুবেল হোসেনর ছেলে রাফান (১১)। আহতদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ থেকে হতাহতরা ব্যাটারিচালিত ভ্যানযোগে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ মাস বয়সী রাফান, ৭ বছর বয়সী শিশু খুকু মনি ও ভ্যানচালক সলেমান উদ্দিন নিহত হয়। আহত হয় আরও পাঁচজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর বলে জানায় চিকিৎসক।

কোটচাঁদপুর থানার ওসি মইন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তাদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পিকআপচালক ও তার সহকারী পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।