চিন্ময় দাসকে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে একদিন করে মোট দুই দিন জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রবিবার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীন এ আদেশ দেন।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তারা চিন্ময়কে পৃথকভাবে দুই মামলায় একদিন করে জিজ্ঞাসাবাদের আবেদন করলে আদালত বেলা সাড়ে এগারোটার দিকে শুনানি শেষে উভয় আবেদনের অনুমোদন দেন।

মামলা দুটি হলো- গত বছরের ৩১ অক্টোবর কোতোয়ালি থানায় হওয়া রাষ্ট্রদ্রোহ মামলা এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দায়ে একই বছরের ৩০ নভেম্বর করা মামলা। চিন্ময় কৃষ্ণ দাস বর্তমানে কারাগারে আছেন।